• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় হামলা ও অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৯:০৫, ১৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় হামলা ও অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর এর প্রতিক্রিয়ায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর চশমা হিল এলাকায় ‘মেয়র গলি’ হিসেবে পরিচিত সাবেক এই মন্ত্রীর পৈত্রিক নিবাসে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে একদল বিক্ষুব্ধ মানুষ চশমা হিলে নওফেলের বাসার সামনে অবস্থান নেয়। একপর্যায়ে তারা প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা বাসভবনের আঙিনায় এবং ভেতরে অগ্নিসংযোগ করে। এ সময় পার্কিংয়ে থাকা একটি মোটরসাইকেলসহ কিছু আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয়।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান গণমাধ্যমকে বলেন, আমরা হামলার বিষয়টি শুনেছি। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সেই ঘটনার জেরে এই হামলা কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2