• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

হাদির মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে শোকের ছায়া

প্রকাশিত: ১২:০৪, ১৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাদির মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে শোকের ছায়া

ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলার সন্তান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটির খাসমহল এলাকায়।  

শুক্রবার (১৯ ডিসেম্বর)  ওসমান হাদির গ্রামের বাড়িতে ভিড় করেছেন আত্মীয়-স্বজন, অনুসারী, বন্ধু ও পাড়া প্রতিবেশীরা। এ সময় উপস্থিত অনেকেই হাদির সঙ্গে কাটানো স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। ওসমান হাদির স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। হাদিকে যারা গুলি করে হত্যা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

এদিকে হাদির এমন মৃত্যুতে ক্ষোভ জানিয়েছেন প্রতিবেশী ও সহপাঠীরা। জুলাই বিপ্লবের পর  ওসমান হাদির মতো একজন সাহসী ও সক্রিয় নেতাকে কেন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি-তা নিয়ে প্রশ্নও তুলেছেন তারা।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2