ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, মরদেহে আগুন
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে তৈহিদী জনতার গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে মরদেহে আগুন জ্বালিয়ে দেয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর বিক্ষুব্ধ তৈহিদী জনতা নিহতের মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে লাশে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাত পৌনে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চষ্ঠা চালাচ্ছে।
নিহত যুবকের নাম দিপু চন্দ্র দাশ। তিনি পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক ছিলেন। তার পিতার নাম রবি চন্দ্র দাশ। বাড়ি ময়মনসিংহের তাড়াকান্দা উপজেলায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কারখানায় কর্মরত এক শ্রমিকের বিরুদ্ধে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তৈহিদী জনতার হাতে ওই যুবক গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিভি/এআই




মন্তব্য করুন: