• NEWS PORTAL

  • রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

৬ হাজার ২৪২ কোটি টাকা আত্মসাতের দায়

এস আলম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১২:১২, ২১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:২৮, ২১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এস আলম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে জনতা ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে এস আলম গ্রুপের তিন প্রতিষ্ঠানের নামে ৬ হাজার ২৪২ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের দায়ে এস আলম গ্রুপের পরিচালক সাইফুল আলম মাসুদ, আব্দুস সামাদ, ফারজানা পারভীন, ব্যাংকটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ৯০ জনের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২১ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে দুদকের জেলা কার্যালয়ে মামলা তিনটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক সিরাজুল ইসলাম।

মামলার এজাহারে এস আলম ট্রেডিং কোম্পানী প্রাইভেট লিমিটেড, এস আলম ভেজিটেবল এডিবল অয়েল লিমিটেড ও এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেডের নামে চট্টগ্রামে জনতা ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ৬ হাজার ২৪২ কোটি টাকা কোটি টাকা ঋণ নিয়ে সে টাকা আত্মসাৎ, আত্মসাতে সহযোগিতা, মানিলন্ডারিংয়ের অভিযোগ করা হয়। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০০৫ সালের ১০ মে থেকে ২০২৫ সালের ৬ এপ্রিল পর্যন্ত জনতা ব্যাংক পিএলসির চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে ১ হাজার ৯৪২ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার টাকা এস আলম ট্রেডিং কোম্পানী প্রাইভেট লিমিটেডকে বিভিন্ন সময় ঋণ প্রদান করা হয়। বিপুল পরিমাণ এই ঋণ নিয়ে সে টাকা আত্মসাৎ, আত্মসাতে সহযোগিতা, মানিলন্ডারিং এর দায়ে ৩১ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

অপর মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৬ মার্চ পর্যন্ত জনতা ব্যাংক পিএলসির চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে দুই হাজার ৩ কোটি ৪৮ লাখ টাকা এস আলম ভেজিটেবল এডিবল অয়েল ইন্ডাস্ট্রীজ লিমিটেডকে বিভিন্ন সময় ঋণ প্রদান করা হয়। বিপুল পরিমাণ এই ঋণ নিয়ে সে টাকা আত্মসাৎ, আত্মসাতে সহযোগিতা, মানিলন্ডারিংয়ের দায়ে প্রতিষ্ঠানটির পরিচালক, ব্যাংকটির উর্ধ্বতন কর্মকর্তাসহ ৩১ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও ব্যাংকটির একই শাখা থেকে এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেডের নামে ২০১০ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ৬ এপ্রিল পর্যন্ত দুই হাজার ২৯৭ কোটি ৭৪ লাখ টাকা ঋণ নেয়া হয়। পরবর্তীতে ঋণের বিপুল অঙ্কের সে টাকা আত্মসাৎ, আত্মসাতে সহযোগিতা, মানিলন্ডারিং এর দায়ে আরও ৩২ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2