• NEWS PORTAL

  • রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

৪২ মামলার আসামি ‘বুইস্যা বাহিনী’র প্রধান অস্ত্র-গুলিসহ গ্রেফতার

প্রকাশিত: ১৩:০২, ২১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:৫৫, ২১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৪২ মামলার আসামি ‘বুইস্যা বাহিনী’র প্রধান অস্ত্র-গুলিসহ গ্রেফতার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট এবং বুইস্যা বাহিনীর প্রধান শহীদুল ইসলাম বুইস্যাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-৭। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগরীর চান্দগাও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর চান্দগাঁও থানাধীন ফিনলে সাউথ সিটি এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও ৯ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়েছে। 

এর আগে গত ২১ জুলাই চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও কাঁচাবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপ ‘টেম্পো বাহিনী’ এবং ‘বুইস্যা বাহিনী’র মধ্যে গোলাগুলি হয়। সেই ঘটনায় র‍্যাব-৭ ও পুলিশের যৌথ অভিযানে বুইস্যা বাহিনীর ১১ সদস্য বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ গ্রেফতার হলেও পালিয়ে যায় সন্ত্রাসী গ্রুপটির প্রধান শহিদুল ইসলাম প্রকাশ বুইস্যা। 

গ্রেফতারকৃত পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বুইস্যা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এবং পাঁচলাইশ এলাকায় অস্ত্র ব্যবসা, ইয়াবা ও মাদক কারবারসহ কিশোর গ্যাং দ্বারা অধিপত্য বিস্তার করে চাঁদাবাজি করে আসছিলো। গ্রেফতারকৃত আসামি শহিদুল ইসলাম প্রকাশ বুইস্যার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও, পাঁচলাইশ এবং চকবাজার থানায় অস্ত্র, চাঁদাবাজি, নাশকতা এবং মাদকের ৪২টি মামলা রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2