নেত্রকোণায় বসতঘর থেকে কৃষকের মরদেহ উদ্ধার
নেত্রকোণা সদরের নাড়িয়াপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে বৃদ্ধ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হেলাল উদ্দিন (৫৮)। তার স্ত্রী বেদেনা আক্তার একই ঘরে ঘুমাচ্ছিলেন। ভোর চারটায় উঠে প্রতিবেশী রফিকুল ইসলামকে ডেকে নিয়ে স্বামী খুন হওয়ার ঘটনাটি জানান তিনি।
পুলিশ জানায়, শনিবার রাতে হেলাল উদ্দিন তার স্ত্রী বেদেনা আক্তারের সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন। রবিবার ভোরে স্ত্রী উঠে ঘরে স্বামীকে জবাই করা অবস্থায় দেখতে পান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: