• NEWS PORTAL

  • রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

খাগড়াছড়িতে কর্মসংস্থানের দাবিতে কর্মহীন পাহাড়ি-বাঙালির সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩২, ২১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে কর্মসংস্থানের দাবিতে কর্মহীন পাহাড়ি-বাঙালির সড়ক অবরোধ

খাগড়াছড়িতে কর্মহীন হয়ে পড়ে হাজারও পাহাড়ী বাঙালি শ্রমিক সড়ক অবরোধ করে আমরণ কর্মসূচি পালন করছে। রবিবার সকাল সাড়ে ১০ টা থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন।

কর্মসূচিতে অংশ নেয়ারা বলেন, চলতি মৌসুমে ইট না থাকায় ঠিকাদারী সহ বিভিন্ন উন্নয়ন কাজ থমকে গেছে। এতে কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার শ্রমিক। ইট ভাটা না থাকায় এ সংকট তৈরী হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলছেন আন্দোলনকারীরা। খাগড়াছড়ি-দীঘিনালা ও সাজেক সড়ক অবরোধ থাকায় পর্যটক সহ বিভিন্ন যানবাহন আটকা পড়েছে। 

এর আগে সকাল ১০ টায় ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে ডিসি অফিসে আসা হয়। কর্মসূচিতে ইটভাটা মালিক শ্রমিক, রাজ মিস্ত্রি, পরিবহন শ্রমিক সহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2