• NEWS PORTAL

  • সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত: ২২:০৫, ২১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম–ফুলগাজী–ছাগলনাইয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ উপলক্ষে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) বিকালে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই আসনে নির্বাচনী সমন্বয়ক ঢাকা দক্ষিনের আহ্বায়ক রফিকুল আলম মজনুর নির্দশনায় খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করেন  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব।  

মনোনয়নপত্র সংগ্রহ শেষে আবু তালেব বলেন, বেগম খালেদা জিয়া এই আসন থেকে টানা চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার আগের যেকোনো সময়ের তুলনায় তাকে আরও বেশি ভোট উপহার দিতে চায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। সাধারণ ভোটাররাও তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে তিনি দাবি করেন।

ফেনী-১ আসনের জনগণ তার নেতৃত্বে আবারও ঐক্যবদ্ধ হবে বলে আমরা আশাবাদী।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, জিয়া মঞ্চ ফেনী জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া সবুজ, ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জাফর হোসেন, ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মনির আহাম্মদ সম্রাটসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2