কাতারে ল্যান্ড ক্রুজার চাপায় প্রাণ গেলো বাংলাদেশি যুবকের
ছবি: মো. ইফতেখার রিপন শরীফ
কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির আল খোর নামক এলাকায় রাস্তা পার হতে গেলে একটি ল্যান্ড ক্রুজার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন।
রিপন উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্দী শরীফপাড়ার মৃত আবদুল গফুর শরীফের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে রিপন সবার বড়।
কাতারে থাকা রিপনের দুলাভাই মো. সাইফুদ্দিন গণমাধ্যমকে বলেন, রিপন বাসা থেকে নাস্তা করতে বের হয়েছিলেন। এ সময় তিনি রাস্তা পার হতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়েন। তার মরদেহ স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিভি/এআই




মন্তব্য করুন: