• NEWS PORTAL

  • বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

বসতঘরের আগুনে প্রাণ গেলো দাদি-নাতনির

প্রকাশিত: ১২:০৭, ২৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:১২, ২৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বসতঘরের আগুনে প্রাণ গেলো দাদি-নাতনির

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমারার কাদেরীয়া পাড়ায় বসতঘরে আগুনে পুড়ে দাদি ও নাততির মৃত্যু হয়েছে। একইসাথে আগুনে পুড়েছে ৬টি বসতঘর। বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৃত দুইজন হলেন- ওই গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার ও তার নাতনি শিশুকন্যা জান্নাত আক্তার। 

ফায়ার সার্ভিস জানায়, ভোরে রাঙ্গুনিয়ার পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মুহূর্তের মধ্যে আগুন ছয়টি বসতঘরে ছড়িয়ে পড়ায় অন্যরা বের হতে পারলেও রুমি আক্তার ও তার নাতনি ৫ বছরের শিশু জান্নাত আক্তার বসতঘরে আটকা পড়ে।

আগুনে কায়েস আহম্মেদ, মনসুর,ময়নুল আহম্মদ, মো: সবুজ, এসকান্দার ও শিরিন আক্তারের ছয়টি বসতঘরে পুড়ে ছাই হয়ে যায়। এই সময় বের হতে না পারায় আগুনে পুড়ে দাদি ও নাতনির মৃত্যু হয়। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে অর্ধ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। 

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে আগুনে দুইজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2