সীমান্ত দিয়ে ফের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ৫
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৫ জনকে আটক করেছে বিজিবি।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ১৬ বিজিবি ব্যাটালিয়নের বিভিষন বিওপি এলাকা থেকে তাদের আটক করে। এর মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছে। আটকদের মধ্যে একই পরিবারের জন্য চারজন রয়েছে। তাদের বাড়ি নড়াইল জেলায়। অন্যজনের বাড়ি বাগেরহাট জেলায়।
১৬ বিজিবি ব্যাটালিয়নের বিভিষণ বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নান জানান, ভারতের ৮৮ বিএসএফের ইটাঘাটা বিওপির সদস্যরা তাদের শনিবার রাতের আঁধারে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, আটককৃতদের বিজিবি তাদের কাছে হস্তান্তরের জন্য নিয়ে এসেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: