বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তিতে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তিতে হয়ে গেলো সাবেক শিক্ষার্থীদের বর্ণাঢ্য এক মিলনমেলা।

‘এসো বন্ধু স্মৃতির আঙ্গিনায় প্রীতির বন্ধনে’ এই স্লোগান সামনে রেখে এই মিলনমেলা আয়োজন করে প্রাক্তন ছাত্র পরিষদ। দিনব্যাপী এই আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হন সাবেক শিক্ষার্থীরা।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে দিনব্যাপী মিলনমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ -পিআইবি এর সাবেক মহাপরিচালক ও বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিক।

দল-মত বা বয়সের ভেদাভেদ ভুলে এদিন বর্ণাঢ্য আয়োজনে অনেকের মধ্যে শরীক হয়েছিলেন হাসানুজ্জামান সরকার, হেলাল খন্দকার, জামিল হোসেন মিস্টার, মিজানুর রহমান, রফিকুল ইসলাম রফিক, আতাউর রহমান মিঠু, ডা. জাহাঙ্গীর আলম, মাসুম মৃধা, সাখাওয়াত হোসেন সরকার, এস এম শরীফ ও হাবিব উল্লাহ মাস্টারের মতো অসংখ্য শিক্ষার্থী।

প্রতিষ্ঠার ১২০ বছরের মাইলফলক ছাড়ানো বিদ্যালয়ের বর্ণাঢ্য মিলনমেলার আনুষ্ঠানিকতা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে। পরে জাতীয় সঙ্গীতেও সমস্বরে কণ্ঠ মেলান সকলে। যেন মুহূর্তের জন্য স্কুলের অ্যাসেম্বলির স্মৃতিচারণে হারিয়ে গিয়েছিলেন একসময়কার ছাত্র-ছাত্রীরা।

এর পরপরই সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক প্রকাশনা ‘স্মৃতির বাঁধন’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিলো খুবই প্রাণবন্ত। এসময় স্কুলজীবনের নানা স্মৃতিতে নস্টালজিক হয়ে পড়ে পুরনো শিক্ষার্থীরা।

দিনব্যাপী মিলনমেলার অন্যতম আকর্ষণ ছিলো র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রাণবন্ত এ অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যুক্ত করে প্রাক্তন শিক্ষার্থীদের অসাধারণ পরিবেশনা। দিনব্যাপী এ আয়োজনে সন্ধ্যার পর যুক্ত হন নরসিংদী-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। ভবিষ্যতের পথচলায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দোয়া ও সহযোগিতা চান তিনি

শতবর্ষী বিদ্যালয়কে স্মরণীয় রাখতে দৃষ্টিনন্দন কেক কাটার মুহূর্তটি ছিলো খুবই অভূতপূর্ব। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ছেলে মেয়ে আলাদা গ্রুপে ভাগ হয়ে উপভোগ করেন অনাবিল আনন্দ।
বর্ণাঢ্য এই আয়োজনে বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনসহ অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আহমেদুল করিব ভূঁইয়া এরশাদ, মোজাম্মেল হক মাস্টার, বোরহান উদ্দিন মাস্টার, ডা. ইউসুফ আলী, ফখরুল হাসান, আব্দুল করিম মাস্টার, আলী আজহার মাস্টার ও কামরুল হাসান বাদল।
প্রাক্তণ শিক্ষার্থীদের একসঙ্গে কেক কাটার দুর্লভ সেই মুহূর্ত ক্যামেরাবন্দীও করেন অনেকেই। বহুদিন পর পুরোনো বন্ধু-বান্ধবদের সাথে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে। নতুন-পুরোনোর এ মিলনমেলা স্মরণীয় রাখতে ভবিষ্যতেও এমন আয়োজন চান সকলেই।
বিভি/এআই




মন্তব্য করুন: