• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

থার্টি ফার্স্ট নাইটে বালু মহল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

প্রকাশিত: ১২:৪১, ১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:০৫, ১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
থার্টি ফার্স্ট নাইটে বালু মহল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

ছবি: সিফাত (সংগৃহীত)

রাজবাড়ীতে দুই গ্রুপের সংঘর্ষের ছোড়া গুলিতে সিফাত (১২) নামের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী পৌরসভার বিনোদপুরের কলেজপাড়া এলাকার ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সিফাত ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, সিফাতের বাড়ির পাশে থার্টি ফার্স্ট নাইটে বালু মহল নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটলে সিফাত উৎসুক হয়ে সেটা দেখতে বাড়ির বাইরে বের হয়। এসময় সে গুলিবিদ্ধ হয়। পরে সিফাতের মা আশপাশের মানুষের সহায়তায় শিশুটিতে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুল আজম শিশুটিকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করেন এবং দ্রুত সার্জারী বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রাজীব দে সরকারকে ডেকে আনেন। এই ২ জন চিকিৎসকের দীর্ঘক্ষণের চেষ্টায় শিশুটির জ্ঞান ফেরে।

রাজবাড়ী সদর হাসপাতালের সর্জারি বিশেষজ্ঞ ডা. রাজীব দে সরকার গণমাধ্যমকে জানান, জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরুল আজম রাতে তাকে খবর দিলে তিনি দ্রুত হাসপাতাল যান। গুলির কারণে শিশুটির খাদ্যনালীর একটি অংশ পারফোরেশন হয়ে থাকতে পারে এবং শিশুটি হাইপোভলিউমিক শকে রয়েছে। এই অবস্থা আর কিছুক্ষণ চললে শিশুটির মৃত্যু ঘটতে পারে। তিনি দ্রুতই শিশুটির চিকিৎসা শুরু করেন। গুলিটি সিফাতের পেটের ওপরের অংশে বক্ষপিঞ্জরের ঠিক নিচে ক্ষত তৈরি করে। তারা রিসাসিটেশনের মাধ্যমে শিশুটিকে বিপদমুক্ত করে।

তিনি আরও জানান, শিশুটির শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে শিশুটিকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সার্জারি করে ভেতরে থাকা গুলি বের করার পর শিশুটি শঙ্কামুক্ত হবে।

শিশু সিফাতের মা গণমাধ্যমকে বলেন, বালু মহল নিয়ে সংঘর্ষের জের ধরে বাসার আশে পাশে ভাঙচুর ও গুলি বিনিময়ের এক পর্যায়ে আমার বাচ্চার পেটে গুলি লাগে। সদর হাসপাতালের ডাক্তাররা সঠিক সময়ে চিকিৎসা শুরু না করলে আমার বাচ্চাকে আমি ফিরে পেতাম না।

সিফাতের বাবা শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুপক্ষের সংঘর্ষের আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। রাতে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুরে রেফার্ড করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি বালু মহল নিয়ে দুপক্ষের সংঘর্ষে সময় শিশুটি গুলিবিদ্ধ হয়েছে। রাতেই আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছিলাম। আমাদের অভিযান অব্যহত রয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2