• NEWS PORTAL

  • সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

এবার জুটমিল কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রকাশিত: ১৯:০৭, ৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:১০, ৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এবার জুটমিল কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ

ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি জুট মিলে কর্মরত এক তরুণীকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী শনিবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা ওই তরুণী প্রায় দুই মাস আগে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামের একটি জুট মিলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। কর্মস্থলের নিকট হওয়ায় তিনি ওই গ্রামের বাসিন্দা ডিপুল ওরফে বিপুলের (৩০) বাড়িতে ভাড়া থাকতেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ ডিসেম্বর রাতের কোনো এক সময়ে বাসার মালিক ডিপুল ও তার অজ্ঞাতনামা দুই সহযোগী জোরপূর্বক ভুক্তভোগীর কক্ষে প্রবেশ করে। এরপর তারা গামছা দিয়ে তার মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ঘটনাটি প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে বলা হয়েছে।

ভয় ও আতঙ্কের কারণে ঘটনার পরপরই তরুণী কাউকে কিছু না জানিয়ে গ্রামের বাড়িতে চলে যান। সেখানে গিয়ে বিষয়টি পরিবারের কাছে প্রকাশ করলে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তিনি শনিবার রাতে শিবগঞ্জ থানায় গিয়ে মামলা দায়ের করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2