বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা
১২ কেজি এলপিজি গ্যাস সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখায় খাগড়াছড়িতে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার রাতে খাগড়াছড়ি বাজারের বসুন্ধরা এলপিজি গ্যাসের ডিলার মেসার্স জননী ট্রেডার্স, মেসার্স এস ডি ট্রেডার্স এবং মেসার্স মাহফুজা ট্রেডার্সকে ১ হাজার টাকা করা হয়। এসময় তাদেরকে সতর্ক করা হয়।
এ অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার দীপক কুমার শীল। ভোক্তা অধিকার সংগঠন কাউন্সিল অব কনজিউমার রাইটসের (সিআরবি) সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ, পুলিশ সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল বলেন, সরকার নির্ধারিত অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে, এমন খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করেছি। দোকানগুলোতে কোন মূল্য তালিকা পাইনি। তাদের মূল্য তালিকা লাগাতে বলা হয়েছে। প্রাথমিকভাবে সতর্কতামূলক ৩টি দোকানে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। আগামীতে আমাদের এ অভিযান আরও জোরদার করা হবে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: