চট্টগ্রামের কুমিরা উপকূল থেকে দুই শিপইয়ার্ড শ্রমিকের লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার কুমিরা এলাকায় সাগর থেকে দুই শিপইয়ার্ড শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা স্থানীয় কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডের প্রহরী ছিলেন।
সকালে কুমিরা ঘাটের অদূরে স্থানীয়রা ভাসমান লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে দুই জনের লাশ উদ্ধার করে। এদের মধ্যে এক জনের শরীর ক্ষতবিক্ষত ছিলো।
নিহতদের নাম আবদুল খালেক ও সাইফুল ইসলাম। তাদের বাড়ি গাইবান্ধায়।
পুলিশ জানিয়েছে, নিহত দুইজন একটি শিপইয়ার্ডের প্রহরী ছিলেন। বোট নিয়ে সাগরে দায়িত্ব পালনকালে গত রাতের কোনো এক সময় অন্যকোন বড় জাহাজের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে থাকতেন পারেন তারা। জাহাজের প্রপেলরে আটকে একজনের শরীর খণ্ডবিখণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: