• NEWS PORTAL

  • সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

সিলেটবাসীর দাবি, রাষ্ট্রদূত মুশফিকের অনুরোধ ও অন্তর্বর্তী সরকারের নজর

প্রকাশিত: ২০:৪১, ৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:৪২, ৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সিলেটবাসীর দাবি, রাষ্ট্রদূত মুশফিকের অনুরোধ ও অন্তর্বর্তী সরকারের নজর

ছবি: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

সিলেট অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও সার্বিক সুবিধার্থে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC)’র বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এ কৃতজ্ঞতা জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিশেষভাবে ধন্যবাদ মাননীয় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ওয়াহিদ উদ্দিন মাহমুদকে, নানা সীমাবদ্ধতার মধ্যে আমার  অনুরোধ ও সিলেটবাসীর ন্যায্য দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়ার জন্য।

১. যানজট নিরসন ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) ঢাকা–সিলেট–তামাবিল মহাসড়কের সিলেট অংশে যানজট নিরসন, সড়ক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির প্রকল্প

২. সিলেট বিভাগের গ্রামীণ সড়ক, ব্রিজ ও কালভার্ট উন্নয়ন প্রকল্প

৩. সিলেট মহানগর এলাকায় পরিবহন অবকাঠামো উন্নয়ন প্রকল্প

৪. সুনামগঞ্জ–সিলেট হাওর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প

৫. সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ হাওর ও অববাহিকায় নদী সংরক্ষণ, ড্রেজিং ও জলাবদ্ধতা নিরসন প্রকল্প

এই প্রকল্পগুলো দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের মাধ্যমে সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, পানি ব্যবস্থাপনা, কৃষি ও সার্বিক জীবনমান উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে আমি আশাবাদী।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2