• NEWS PORTAL

  • সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

মসজিদে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

প্রকাশিত: ২১:৫৫, ৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মসজিদে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটি উপজেলায় এশার নামাজের সময় সিজদারত অবস্থায় আবুল হোসেন তালুকদার (৬৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার কুমারখালি বাজার মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন তালুকদার উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের মৃত আব্দুল মন্নান তালুকদারের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মাগরিবের নামাজ বাড়িতে আদায় করে কেনাকাটার উদ্দেশ্যে কুমারখালি বাজারে যান আবুল হোসেন। পরে এশার নামাজের সময় হলে তিনি কুমারখালি বাজার মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজের একপর্যায়ে সিজদাহ থেকে আর না ওঠায় এবং দীর্ঘক্ষণ নিথর হয়ে পড়ে থাকতে দেখে মুসল্লিদের সন্দেহ হয়। নামাজ শেষে কাছে গিয়ে তারা বুঝতে পারেন তিনি ইন্তেকাল করেছেন।

পরিবার জানায়, আবুল হোসেন অত্যন্ত শান্ত ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। সারা দিন কৃষিকাজ ও ধান কাটার কাজে ব্যস্ত থাকলেও নামাজের বিষয়ে তিনি ছিলেন যত্নশীল। আজ রবিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজার সময় স্বজন ও স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার বলেন, ইবাদত ও সেজদারত অবস্থায় আল্লাহর দরবারে চলে যাওয়া সত্যিই সৌভাগ্যের। আল্লাহ তাকে মর্যাদাপূর্ণ মৃত্যু দান করেছেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2