• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

অবৈধ ট্রলির জাল তৈরির মূল কারিগর ভারতীয় নাগরিকসহ ৬ জন আটক

প্রকাশিত: ১৪:৩৯, ৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
অবৈধ ট্রলির জাল তৈরির মূল কারিগর ভারতীয় নাগরিকসহ ৬ জন আটক

অবৈধ আর্টিসানাল ট্রলিং সরঞ্জাম ও ট্রলির জাল তৈরির মূল কারিগর ভারতীয় এক নাগরিকসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চট্টগ্রামের চরপাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড পূর্বাঞ্চলের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের মাধ্যমে কোস্টগার্ড খবর পায়, চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকায় একটি ফ্যাক্টরিতে নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং সরঞ্জাম ও ট্রলিং জাল তৈরি করা হচ্ছে।

এই সংবাদের ভিত্তিতে ওই জায়গায় অভিযান চালিয়ে ১২টি অবৈধ ট্রলিং জাল ও জাল তৈরির সরঞ্জামসহ ট্রীং বোট তৈরির মূল কারিগর ভারতীয় নাগরিক পন্ডিত বিশ্বাসহ ৬ জনকে আটক করে কোস্টগার্ড। আটক ভারতীয় নাগরিক পন্ডিত বিশ্বাসের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলায়। ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে এই ভারতীয় নাগরিক অবৈধ ট্রলিং জাল তৈরির কাজ করে আসছিলো। এর আগেও এই ভারতীয় নাগরিক বহুবার বাংলাদেশে আসে বলেও জানায় কোস্টগার্ড।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2