• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

এলপিজি সংকটের প্রভাব পড়েছে চট্টগ্রামেও

প্রকাশিত: ১৩:১৭, ৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এলপিজি সংকটের প্রভাব পড়েছে চট্টগ্রামেও

সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিপণন বন্ধের প্রভাব পড়েছে চট্টগ্রামের বাজারেও। টাকা দিয়েও গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না ক্রেতারা, কারও অভিযোগ অতিরিক্ত দামের।

খুচরা বিক্রেতারা বলছেন, ক্রেতাদের চাহিদা মতো গ্যাস সিলিন্ডার দিতে পারছেন না তারা। ফলে সকাল থেকে অনেক ক্রেতাই এসে ফিরে যাচ্ছেন। গত কয়েকদিন ধরে ডিলারদের কাছ থেকে এলপিজি সিলিন্ডার পাচ্ছেন না বলে জানান তারা। বেচাকেনা একপ্রকার বন্ধ থাকার ফলে খুচরা ব্যবসায়ীদেরও লোকসান গুনতে হচ্ছে। খুচরা বাজারে এই সিলিন্ডারের দাম সরকার নির্ধারণ করে ১ হাজার ২৫৩ টাকা। কিন্তু, দুই হাজার টাকা দিয়েও একটি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না অনেক এলাকায়।

সরকারের পক্ষ থেকে বিষয়টিকে কৃত্রিম সংকট হিসেবে আখ্যায়িত করা হলেও ব্যবসায়ীরা বলেছেন, আমদানি কমে যাওয়ায় এলপিজি সংকট স্মরণকালের ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। টাকা দিয়েও এলপিজি না পাওয়ায় সংকটে ভোক্তারা।

এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে খুচরা ব্যবসায়ীরা ভোক্তাদের জিম্মি করে টাকা হাতানোর ধান্দা করছে বলেও ক্ষোভ প্রকাশ করেন ভোক্তারা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2