• NEWS PORTAL

  • শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

ট্রাকের পেছনে বাসের ধাক্কায় এক নৌ সদস্যসহ ৩ জন নিহত

প্রকাশিত: ০৯:৪১, ৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১০:৪৪, ৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ট্রাকের পেছনে বাসের ধাক্কায় এক নৌ সদস্যসহ ৩ জন নিহত

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাইয়ের বাড়ইয়ারহাটের ধুমঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে  সেন্টমার্টিন ট্রাভেলস- এর ডাবল ডেকার বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে এক নৌ সদস্যসহ তিনজন নিহত হয়। 

শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে নাফিজ আহমেদ নামে একজন নৌ সদস্য রয়েছেন। তিনি ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছিলেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি উক্ত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। 

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, বাসের চালক পালিয়ে গেলেও তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।তবে বাসটির হেলপার নিহত হয়েছে।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2