চট্টগ্রামে ১২ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই
চট্টগ্রামে ১২ বছরের শিশু শ্রাবন্ত ঘোষের লাশ উদ্ধারের ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নগরীর লালখান বাজারস্থ ভান্ডারী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে প্রদীপ লাল ঘোষ ও অজয় সিংহ নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, ভিকটিম পরিবারসহ চট্টগ্রাম নগরীর খুলশী লালখান বাজার পানির ট্যাংকি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। ভিকটিমের বাবা ও মা দুজনই গার্মেন্টসকর্মী। ভিকটিমের ভাড়া বাসার পাশেই তার দাদার বাসা হওয়ায় প্রায়ই সেখানে যাতায়াত করতো ভিকটিম।
গত মঙ্গলবার রাত দশটার দিকে দাদার বাসা থেকে কাউকে কিছু না বলে নিজেদের ভাড়াবাসায় চলে আসে ১২ বছর বয়সী ভিকটিম। পরবর্তীতে ভিকটিমের দাদা ভিকটিমকে খুঁজে না পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ভাড়া বাসায় এসে দেখতে পান, ভিকটিম গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এই ঘটনায় ভিকটিমের মা রোজি ঘোষ বাদী হয়ে প্রদীপ লাল ঘোষ ও অজয় সিংহসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় একটি মামলা দায়ের করেন।
ভিকটিমের পরিবারের পরিবারের দাবী, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত করা হয়েছে। হত্যার আগে শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল কি না, সে পরীক্ষাও করা হয়েছে। ময়নাতদন্তসহ অন্যান্য পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: