সড়ক নির্মাণকাজে ব্যবহৃত রোলারের চাপায় প্রাণ গেলো ২য় শ্রেণির শিক্ষার্থীর
ছবি: সংগৃহীত
নোয়াখালীর হাতিয়ায় সড়ক নির্মাণকাজে ব্যবহৃত রোলারের চাপায় প্রাণ হারিয়েছে মো. আজিম (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী।
শনিবার (১০ জানুয়ারি) বিকালে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা।
নিহত আজিম পৌরসভার পশ্চিম বেজুগালিয়া গ্রামের কৃষক বেলাল উদ্দিনের একমাত্র ছেলে। প্রতিদিনের মতোই কৌতূহলী শিশু আজিম বিকালে সড়কে চলমান নির্মাণকাজ দেখতে যায়।
স্থানীয়দের ভাষ্যমতে, রোলার চলাকালে অসাবধানতাবশত আজিমের একটি পা রোলারের নিচে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যেই সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা বেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, এলাকাটি ঘনবসতিপূর্ণ জানিয়ে আমি সকালে চালককে সাবধানে কাজ করতে বলেছিলাম। তবুও অসতর্কতার কারণেই আজ আমার ছেলেকে হারাতে হলো। আমি এর সুষ্ঠু বিচার চাই।
হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন গণমাধ্যমকে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। উপজেলা প্রশাসন ও পৌরসভা নিহত শিশুর পরিবারের পাশে থাকবে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
এক মুহূর্তের অসতর্কতায় নিভে গেলো একটি নিষ্পাপ প্রাণ। আজিমের অকাল মৃত্যু শুধু একটি পরিবার নয়, পুরো এলাকাকে শোকের ছায়ায় ঢেকে দিয়েছে।
বিভি/এআই




মন্তব্য করুন: