ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত
ফাইল ছবি
চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছে। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার শাহনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম জামাল। গুলিবিদ্ধ আরেকজনের নাম নাছির। তারা দুজনই শাহনগর এলাকার বাসিন্দা।
তবে কারা বা কী কারণে তাদের ওপর গুলি চালিয়েছে তা জানা যায়নি। সন্ধ্যার দিকে দুর্বৃত্তেরা গুলি করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জামালের। গুলিবিদ্ধ নাছিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিভি/এআই




মন্তব্য করুন: