টাঙ্গাইলে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
টাঙ্গাইলের ভূঞাপুরে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। শনিবার (১০ জানুয়ারি) উপজেলার চর পাথাইলকান্দি এলাকায় ১৯ পদাতিক ডিভিশনের ৯৮ কম্পোজিট ব্রিগেড যমুনা সেনানিবাসের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও দরিদ্র ও সুবিধাবঞ্চিত ১০ জন শিশুদের মধ্যেও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় ৯৮ কম্পোজিট ব্রিগেডের স্টাফ অফিসার মেজর নাজমুস সালেহীন সৌরভ, যমুনা সেনাবিবাসের অন্যান্য সামরিক কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় ২০০ শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
সেনাবাহিনীর সদস্যরা বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের সেনাসদস্যরা। ভবিষ্যতে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরণের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: