• NEWS PORTAL

  • রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলে শীতার্ত ও অসহায় মানুষের পাশে সেনাবাহিনী

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৮, ১১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:৩৮, ১১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
টাঙ্গাইলে শীতার্ত ও অসহায় মানুষের পাশে সেনাবাহিনী

টাঙ্গাইলে মধুপুর উপজেলার বিএডিসি আর্মি ক্যাম্প এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাঃ হোসাইন আল মোরশেদ দুঃস্থ ও অসহায় ২০০ পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন।

প্রতি বছরের মতো এ বছরও শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতবস্ত্র পেয়ে উপকৃত সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। আগামী দিনেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন জেনারেল অফিসার কমান্ডিং।

অনুষ্ঠানে সদর দপ্তর ৩০৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমাদ উদ্দিন আহমেদ, এসপিপি, পিএসসি সহ ঘাটাইল অঞ্চলের অন্যান্য সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2