এবার পাবনায় ৩টি কুকুরকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ
ছবি: সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে ৮টি কুকুর ছানা হত্যার রেশ কাটতে না কাটতে পাবনা শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় তিনটি কুকুরকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে কুকুর তিনটির চিৎকারে ঘুম ভেঙে যায় কুকুর মালিক হারুনর রশিদের। কুকুরগুলো পশু ডাক্তারের কাছে নিলে তিনি জানতে পারেন সেগুলোকে বিষ প্রয়োগ করা হয়েছে।
এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ জানিয়েছেন হারুনর রশিদ। তবে পুলিশের দাবি মামলার শর্তাবলী পূরণ না হওয়ায় মামলা নেওয়া হয়নি।
পাবনা সদর থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, পাবনা শহরের কাচারীপাড়ার কদমতলায় এলাকার হারুনর রশিদের পোষা তিনটি কুকুর ছিলো। যার মধ্যে দুইটি পুরুষ ও একটি স্ত্রী কুকুর।
হারুনর রশিদ গণমাধ্যমকে জানান, তিনি ঘুম থেকে উঠে এসে দেখেন কুকুর তিনটি যন্ত্রণায় ছটফট করছে। স্থানীয় পশু ডাক্তারকে খবর দিলে ডাক্তার এসে কুকুর তিনটিকে পরীক্ষা-নিরীক্ষা করে জানান বিষক্রিয়ায় কুকুর তিনটি ছটফট করছে। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে দুইটি এবং দুপুর দেড়টার দিকে অপর একটি কুকুর মারা যায়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের অভিযুক্ত করে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে পাবনা সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয় তবে মামলা নেওয়া হয়নি।
তিনি বলেন, আমরা প্রাণী নিয়ে কাজ করছি। থানা মামলা না নেওয়ায় আমরা হতাশ হয়েছি। আমরা চাই কুকুর হত্যাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
তিনি কান্নাজড়িত কণ্ঠে আরো বলেন, কুকুরদের আমরা সেভাবে দেখি না। ওই কুকুর তিনটি ছিলো আমার আদরের। আমাকে দেখলেই ওরা ছুটে আসতো, ওদের দেখে আমার ভালো লাগতো। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন গণমাধ্যমকে বলেন, মামলা না নেওয়ার কোনো কারণ নেই। মামলার শর্তাবলী পূরণ না হওয়ায় মামলা নেওয়া হয়নি। তারা শর্তপূরণ করে আসলেই মামলা নেওয়া হবে।
ওসি আরও বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (১৪ জানুয়ারি) সকালে একজন পুলিশ অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে কুকুর হত্যাকারীকে শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
বিভি/এআই



মন্তব্য করুন: