• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

প্রকাশিত: ১৫:০৮, ১৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ  হয়েছে। 

শুক্রবার (১৬ জানুয়ারি) নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে জুমার নামাজের পর এ বিক্ষোভ সমাবেশ করে ইনকিলাব মঞ্চ, চট্টগ্রাম শাখা। এসময় বিক্ষোভে ছাত্রদের পাশাপাশি  বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিতে সরকারের কোনো ধরনের আন্তরিকতা, সদিচ্ছার প্রতিফলন দেখা যাচ্ছেনা। শহীদ হাদি হত্যাকাণ্ডের ঘটনার দীর্ঘ সময় পার হলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। প্রকৃত অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা রয়েছে। হাদী হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত না হলে আবারও একটি ‘জুলাই’ ঘটবে বলে হুশিয়ার করেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর  বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত