নাটোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আগুনে প্রাণ গেলো বৃদ্ধার
নাটোরের সিংড়ার কলমে বিএনপি নেতা কলেজ শিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ জানুয়ারি) রাত ১১ টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমার পাড়ায় নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম কুমার পাড়া মহল্লার ছাবেদ আলীর ছেলে ও উপজেলা জিয়া পরিষদের সদস্য এবং বিল হালতি ত্রিমোহনী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।
এদিকে, এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রেজাউল করিম সমর্থকরা প্রতিবেশি ওহাব আলী নামে একজনের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পড়ে মারা যান ওহাব আলীর বৃদ্ধা মা ছাবিহা বেগম।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম ও নিহতের পরিবারের সদস্যরা জানান, রেজাউল করিম ডায়াবেটিস রোগী হওয়ায় প্রতি দিনের মত বুধবার রাতেও খাওয়া শেষে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন তিনি। এ সময় তাকে একা পেয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। পরে স্থানীয়রা ঘটনাটি দেখতে চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশে খবর দেয় এলাকাবাসী। হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরৎহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে কি কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
অন্যদিকে, ঘটনার পর পুলিশের কয়েকটি টিম তদন্ত কাজ শুরু করছে। পরে রেজাউল করিমের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে স্থানীয় ওহাব আলী নামে একজনের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে আগুন পুড়ে মারা যায় ওহাব আলীর মা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: