ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, অস্ত্রধারীদের রুখে দিতে হবে: ওয়াদুদ ভূঁইয়া
খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, অস্ত্রধারী সন্ত্রাসীদের রুখে দিতে হবে। তিনি বলেন, বিগত ১৭ বছর এদেশের তরুন সমাজ ভোট দিতে পারেনি। এবার নিজের ভোট নিজে দিয়ে অতীত বঞ্চনার প্রতিশোধ নিতে হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের নারীদের ধানের শীষের সমর্থনে মিছিল শেষে মক্ত মঞ্চে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
এর আগে খাগড়াছড়ি সরকারী কলেজ মাঠ থেকে বের হয়ে মারমা সম্প্রদায়ের মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মারমা সম্প্রদায়ের নেতা কংচাইরী মাস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেনসহ মারমা সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: