• NEWS PORTAL

  • সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

শতভাগ স্বচ্ছতায় গ্রাম পুলিশে নিয়োগ পেলেন ১৪ প্রার্থী

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৬, ২৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
শতভাগ স্বচ্ছতায় গ্রাম পুলিশে নিয়োগ পেলেন ১৪ প্রার্থী

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন কোন তদবির-সুপারিশ ছাড়াই শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ১৪ জন গ্রাম পুলিশ নিয়োগ দিয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নারী পুরুষ মিলিয়ে ৫১ জন পরীক্ষার্থী অংগ্রহণ করেন। লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষায় ১৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন নারী ও ৯ জন পুরুষ প্রার্থী নিয়োগপ্রাপ্ত হন। উপজেলার ৮ ইউনিয়নে ১৪ জন গ্রাম পুলিশকে নিয়োগ প্রদান করা হয়।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, নিয়োগ নিয়ে অনেকের মাঝে নেতিবাচক ধারণা থাকে। তাই, আমরা মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১৪ জনকে নিয়োগ চূড়ান্ত করেছি। চূড়ান্তভাবে সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার ড্রপ টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশনের সন্তোষজনক প্রতিবেদনের পাওয়া সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে। সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্বল করবেন তারা, এটাই প্রত্যাশা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত