• NEWS PORTAL

  • সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

আসন্ন নির্বাচন, সক্রিয় চোরাকারবারী; অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৬, ২৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ২২:২৭, ২৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আসন্ন নির্বাচন, সক্রিয় চোরাকারবারী; অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার

সাতক্ষীরায় বিজিবির অভিযানে পিস্তল, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে শ্যামনগর উপজেলার ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়নের কৈখালী ও উত্তর কৈখালী বিওপি সংলগ্ন স্লুইচ গেইট এলাকা থেকে উক্ত অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়।

বিজিবিসূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে চলমান পরিস্থিতি উত্তপ্ত করার লক্ষ্যে চোরাকারবারীরা অবৈধভাবে সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদকের চালান নিয়ে আসছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বিজিবি এবং আরবিজির যৌথভাবে কৈখালী ও উত্তর কৈখালী বিওপি সংলগ্ন স্লুইচ গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। পরে বিজিবি সদস্যরা তাদের ফেলে যাওয়া মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় পিস্তল (Six Shooter), ৬ রাউন্ড গুলি, ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ ও সাড়ে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বোমোট বাজার মূল্য ১২ লক্ষ টাকা। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য নিকটস্থ থানায় জমা দেওয়া হয়েছে। 

নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত