অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে: শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। মুগ্ধ মুগ্ধই, আবু সাঈদ আবু সাঈদই। তারা অন্যয়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। শুধু ফ্যাসিবাদ ভাঙতে হবে তা নয়, আমাদের সাধারণ জীবনেও নানা ধরণের অন্যায় দেখি। সেই অন্যায়গুলোও দূর করতে হবে।
রবিবার (২৫ জানুয়ারি) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে গুণিজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ছেলে ব্যাংকার আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম প্রমুখ।
পরে দেশের অন্যতম কবি বুলবুল খান মাহবুব ও হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আফরোজ হোসেন সিদ্দিককে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: