সন্দ্বীপে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে কোস্ট গার্ড মহাপরিচালক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় মোতায়েন রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে চট্টগ্রামের সন্দ্বীপে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মোহাম্মদ জিয়াউল হক জানান, নির্বাচনকে সামনে রেখে গত ১৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৮ দিনব্যাপী প্রায় ৩ হাজার ৫শ সদস্যের ১০০টি প্লাটুন দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, উপকূলীয় ও দুর্গম ১০ জেলার ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোট কেন্দ্রে ড্রোন নজরদারি, টহল ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোস্ট গার্ড জানায়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন এবং গণভোট নিশ্চিত করতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ে কঠোর নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
বিভি/এআই



মন্তব্য করুন: