• NEWS PORTAL

  • শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর সৈনিক নিহত

প্রকাশিত: ১৫:৫৪, ৩০ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর সৈনিক নিহত

চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় নাজমুস সাকিব নামে বাংলাদেশ নৌবাহিনীর এক সৈনিক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৮টায় পটিয়া বাইপাস শেয়ানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মো. ইকরাম হোসেন নামে আরো একজন আহত হন।  

নাজমুস সাকিব পতেঙ্গা এলাকার মৃত আবু হানিফের পুত্র। তিনি বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম ঈসা খান ঘাঁটির সৈনিক। 

জানা গেছে, বাংলাদেশ নৌ বাহিনীর চট্টগ্রাম ঈশা খান ঘাঁটির সৈনিক মো: সাকিব ও ইকরাম শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। তাদের মোটরসাইকেলটি পটিয়া বাইপাসের শেয়ানপাড়া পয়েন্টে পৌঁছালে পেছন থেকে হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যান সাকিব। র‍্যাবের একটি টহল টিম আহত ইকরামকে উদ্ধার করে  হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে গেছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: