• NEWS PORTAL

  • শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

ড্রাম ট্রাকে পিষে দিলো ভ্যান, সড়কেই প্রাণ গেল ৫ জনের

প্রকাশিত: ১৫:৩৪, ৩১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ড্রাম ট্রাকে পিষে দিলো ভ্যান, সড়কেই প্রাণ গেল ৫ জনের

নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় ৫ জন নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাঠকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও, জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান, খোকা পাহানের ছেলে বীরেন, মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান ও অনিল পাহানের ছেলে বিপ্লব । তারা প্রত্যেকেই উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপূর এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস জানায়, ড্রাম ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আরো তিনজনের মৃত্যু হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: