• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ১৬:২৯, ১৪ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে জোবেদা আক্তার (১১) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

জোবেদা ওই গ্রামের জাফর ইকবাল-এর মেয়ে এবং হাজিরহাট মিল্লাত একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলো।

স্বজনরা জানান, জোবেদা সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য পুকুরে যায়। দীর্ঘ সময় ফিরে না আসায় তার খোঁজ করা হয়। একপর্যায়ে পুকুরে তার মৃতদেহ ভেসে ওঠে। পরে বাড়ির লোকজন তার মৃতদেহ উদ্ধার করে। জোবেদা মৃগীরোগে আক্রান্ত ছিলো। 

কমলনগর থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি তবে পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2