ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিজিবি সদস্যের আত্মহত্যা

সংগৃহীত ছবি
ময়মনসিংহে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সোহরাব হোসাইন চৌধুরী (২৩) নামে বিজিবি’র এক সদস্য আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শুক্রবার (২২ অক্টোবর) দিনগত রাতে ময়মনসিংহের খাগডহর এলাকার ৩৯ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত সোহরাব ফেনী জেলার পরশুরাম উপজেলার বাশপাদুয়া গ্রামের আনোয়ার হোসেন চৌধুরী’র ছেলে।
বিজিবি ৩৯ ব্যাটালিয়ন ক্যাম্পের সহকারি পরিচালক ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাত সাড়ে ৯টার দিকে সোহরাব হোসাইন চৌধুরী নামে এক বিজিবি সদস্য নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে, পরে বিস্তারিত জানানো হবে।
বিভি/এওয়াইএইচ
মন্তব্য করুন: