• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

টেকনাফে র‌্যাবের সংগে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই

প্রকাশিত: ১০:৩৯, ২৬ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
টেকনাফে র‌্যাবের সংগে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সংগে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ডাকাত সরদার মাদক ব্যবসায়ী কেফায়েত উল্লাহ ও কোরবান আলী প্রকাশ। তাৎক্ষণিক কেফায়েত উল্লাহ ও কোরবান আলী’র বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি নিত্যনন্দন দাশ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার ভোরে মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে বলে জানতে পারে র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে কেফায়েত উল্লাহ ও কোরবান আলী’র মৃতদেহ পাওয়া যায়। এছাড়া ২০ হাজার পিস ইয়াবা, দু’টি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। 

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2