• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নকল সরবরাহে বাধা দেওয়ায় নারী শিক্ষককে মারধর করেছে ছাত্রলীগ নেতা

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৩, ২০ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ১৬:৩৭, ২০ ফেব্রুয়ারি ২০২২

ফন্ট সাইজ
নকল সরবরাহে বাধা দেওয়ায় নারী শিক্ষককে মারধর করেছে ছাত্রলীগ নেতা

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় নকল সরবরাহে বাধা দেওয়ায় এক ছাত্রলীগ নেতা পরীক্ষার হলে দায়িত্বরত এক নারী শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) গোসাইরহাট উপজেলা সদরের সফুরা বেগম মহিলা কলেজে ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই ছাত্রলীগ নেতার নাম মাহাবুব তালুকদার। তিনি উপজেলার শামছুর রহমান সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি পদে আছেন।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, ভুক্তভোগী শিক্ষকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে রাত আটটার দিকে পুলিশ মাহাবুবকে আটক করে। রাত নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হুসাইন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে দুই মাসের কারাদণ্ড দেন। আজ (২০ ফ্রেব্রুয়ারি) তাঁকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

কলেজ সূত্র জানায়, শনিবার দুপুরে সফুরা বেগম মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। সেখানে কক্ষ পরিদর্শক (ইনভিজিলেটর) হিসেবে দায়িত্ব পালন করছিলেন ওই কলেজের প্রভাষক শারমিন রহমান। বেলা দেড়টার দিকে নকল সরবরাহ করতে কক্ষে প্রবেশ করেন ছাত্রলীগ নেতা মাহাবুব তালুকদার। ওই সময় শিক্ষক শারমিন রহমান তাঁকে বাধা দেন। একপর্যায়ে শিক্ষক শারমিনকে চড়থাপ্পড় মেরে ধাক্কা দিয়ে ফেলে দেন ওই ছাত্রলীগ নেতা। পরে অন্য শিক্ষকেরা গিয়ে তাঁকে উদ্ধার করেন।

ভুক্তভোগী শিক্ষক শারমিন রহমান বলেন, পরীক্ষা চলার সময় পাঁচ-ছয়জন তরুণ নকল সরবরাহ করার জন্য কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করেন। তিনি তাঁদের বাধা দেন। তখন মাহাবুব তালুকদার কক্ষে প্রবেশ করে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

সফুরা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন বলেন, পাবলিক পরীক্ষা চলার সময় কেন্দ্র এলাকার বিধিনিষেধ উপেক্ষা করে ছাত্রলীগ নেতারা পরীক্ষাকেন্দ্রের ভেতর প্রবেশ করেন। বাধা দেওয়ায় একজন নারী শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে।

বিভি/এনএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2