দেশের মানুষ আন্দোলনের জন্য প্রস্তুতঃ নজরুল ইসলাম খান

দেশের মানুষ আন্দোলনের জন্য প্রস্তুত হয়ে আছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার (৩ মার্চ) রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, চাল ডাল তেল আটা সবকিছুর দাম সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে চলে গেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষ ক্ষুব্ধ। আর এই করোনাকালে দেশে কোটিপতির সংখ্যা যা বেড়েছে, তা বিশ্বের মধ্যে শীর্ষে। এই পরিস্থিতিতে দেশের মানুষ আন্দোলনের জন্য প্রস্তুত হয়ে আছে। সেই আন্দোলনে নেতৃত্ব দিতে দেশের ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, দেশ একটি সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে। বাংলাদেশে গত ১৫ বছর কোন গণতন্ত্র নাই। ভোটাধিকার নাই। নির্বাচন ব্যবস্থাকে সর্ম্পূণ রুপে ধ্বংস করে ফেলা হয়েছে।
তিনি বলেন, গত ২০১৪ ও ২০১৮ সালে জাতীয় নির্বাচনের নামে জনগণের সাথে তামাশা করা হয়েছে। সামনে আরো একটি সংকটময় পরিস্থিতি আসছে, এই সরকার আবারো ভোট কারচুপি করে তাদের অবৈধ ক্ষমতা পাকোপোক্ত ও দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে।
তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করে চলেছেন, আজীবন লড়াই করেছেন। তাঁকে এই সরকারের নির্যাতনের শিকার হতে হয়েছে এবং অসুস্থ অবস্থায় কারাবন্দী রয়েছেন। আমরা তাঁর এই ত্যাগকে বৃথা যেতে দিবো না, কোন শহীদের রক্তকে বৃথা যেতে দিবো না। আজ পর্যন্ত যারা হত্যা খুন গুম ও মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের রক্তকেও বৃথা যেতে দিবো না। ইনশাল্লাহ আগামী বছর এই সরকারের মেয়াদ শেষ হলে তাকে আর ক্ষমতায় থাকতে দেয়া হবে না।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশার সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, ওবায়দুর রহমান চন্দন, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশীদ মামুন, যুগ্ম আহবায়ক বজলুল হক মন্টুসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।
বিভি/পিসিএ/এইচকে
মন্তব্য করুন: