• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাতক্ষীরায় টিসিবি’র বিপুল পরিমাণ ভোজ্যতেল জব্দ, জরিমানা আদায়

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৭, ৭ মার্চ ২০২২

আপডেট: ২২:৩৬, ৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
সাতক্ষীরায় টিসিবি’র বিপুল পরিমাণ ভোজ্যতেল জব্দ, জরিমানা আদায়

জব্দ করা সয়াবিন তেল

সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ টিসিবি’র ভোজ্যতেল জব্দ করা হয়েছে। এসময় ভোজ্যতেল মজুদ রাখার অভিযোগে ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না টাঙানো, অস্বাস্থ্যকর খাবার পরিবেশনাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

সোমবার (৭ মার্চ) শহরের অদূরে কদমতলা বাজারসহ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি-পরিচালক নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের অদূরে কদমতলা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন ও সজীব তালুকদারের সমম্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত করে। এসময় ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে কদমতলা বাজারের টিসিবি’র ডিলার রাসেল এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সিরাজুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে অভিযান চালানো হয় মেসার্স মায়ের দোয়া বাণিজ্য ভান্ডারে। সেখানে দুই লিটারের ২শ’০৭ বোতল টিসিবি’র ভোজ্যতেল ও  টিসিবি’র ভোজ্যতেলের কয়েকশ’ খালি বোতল রাখার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক হাজী আনছার অলীকে ২০ হাজার টাকা জরিমানা ও ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। 

নাজমুল হাসান আরও জানান, কদমতলা বাজারে অভিযান পরিচালনার পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একক অভিযান পরিচালিত হয় সাতক্ষীরা শহরে। অভিযানে ডিপ ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস এক সঙ্গে রাখা ও মূল্য তালিকা না থাকার অভিযোগে দুই হাজার টাক জরিমানা করা হয় শহরের হাটের মোড় এলাকায় অবস্থিত ঠিকানা হোটেলকে। এছাড়া মিষ্টি তৈরিতে সাইট্রিক এসিডও স্যাকারিন মেশানোর অভিযোগ দুই হাজার টাকা জরিমানা করা হয় বাঙ্গালের মোড় এলাকায় অবস্থিত আল-আমিন হোটেলকে। সমগ্র অভিযানে তিনিসহ ক্যাবের প্রতিনিধি সাকিবুর রহমান বাবলা উপস্থিত ছিলেন।

বিভি/এজেড/এইচএস

মন্তব্য করুন: