• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশের উন্নয়নে রাজস্ব আদায়ে কোন ছাড় দেয়া হবে না: এনবিআর চেয়ারম্যান

রংপুর ব্যুরো

প্রকাশিত: ২০:৪১, ৮ মার্চ ২০২২

আপডেট: ২০:৪৭, ৮ মার্চ ২০২২

ফন্ট সাইজ
দেশের উন্নয়নে রাজস্ব আদায়ে কোন ছাড় দেয়া হবে না: এনবিআর চেয়ারম্যান

রংপুর চেম্বার অব কমার্সের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম বলেছেন, দেশের উন্নয়ন, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে ও দেশকে উন্নত দেশে পরিণত করতে রাজস্ব আদায়ে কোন ছাড় দেওয়া হবে না। বিশ্ববাজারে পণ্যের দাম বেড়ে গেলে দেশিয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা দাবি জানায় কর মওকুফের জন্য। সেই ধারা থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বানও জানান তিনি।

মঙ্গলবার (৮ মার্চ) আরডিআরএসের বেগম রোকেয়া অডিটোরিয়াম রংপুর চেম্বার অব কমার্সের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

প্রাক-বাজেট আলোচনা সভায় সয়াবিন তেলের উপর আরোপিত শুল্ক প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ীরা। 

রংপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্যসহ, মহানগর পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীরা। প্রাক-বাজেট আলোচনা সভায় বিভাগের আট জেলার চেম্বার সদস্যরা অংশ নেয়।

বিভি/জেএ/এইচএস

মন্তব্য করুন: