• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

স্বামী মসজিদে, বসতঘরে আগুনে পুড়ে ছাই নববধূ 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৯, ১১ মার্চ ২০২২

আপডেট: ১০:৪১, ১১ মার্চ ২০২২

ফন্ট সাইজ
স্বামী মসজিদে, বসতঘরে আগুনে পুড়ে ছাই নববধূ 

আগুন

কুমিল্লার বরুড়ায় বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় নববধূ ইয়াসমিন আক্তার (২১) মারা গেছেন। শুক্রবার (১১ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটে বরুড়া ঝলম ইউনিয়নের ডেউয়াতলী গ্রামের আলতাফ মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিন রেজাউলের স্ত্রী। দুই মাস আগে তাদের বিয়ে হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার আসাদুজ্জামান।

তিনি জানান, ভোর ৬টায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুড়ে যাওয়া বসতঘর থেকে ইয়াসমিনের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তার স্বামী মসজিদে ছিল। তবে কিভাবে অগিকাণ্ডের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। বসতঘরে বিস্ফোরিত গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিভি/এসএম/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2