• NEWS PORTAL

  • রবিবার, ০৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জেলের জালে ভেসে উঠলো সূর্য 

বরগুনা প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:১৩, ১১ মার্চ ২০২২

ফন্ট সাইজ
জেলের জালে ভেসে উঠলো সূর্য 

পরিবারের সঙ্গে স্কুলছাত্র সূর্য ঘোষ।

স্কুলের বার্ষিক বনভোজনে বগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা ইকোপার্ক সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র সূর্য ঘোষ (১৩)-এর মরদেহ জেলেদের জালে উঠে এসেছে।
 
শুক্রবার (১১ মার্চ) সকালে উপজেলার লালদিয়ার চরে বিষখালী নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করেন জেলেরা। এরআগে বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরের দিকে সূর্য নিখোঁজ হয়। সূর্য ঘোষ বরগুনা শহরের ডিকেপি সড়কের পিযুষ ঘোষের ছেলে। সে কলেজ সড়কের সৃষ্টি বিজ্ঞান স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী জেলে জামাল হোসেন ও আলতাফ হোসেন বলেন, ভোরে জাল টানতে ছিলাম। আকাশ পরিষ্কার হওয়ার পর জালের কাছাকাছি দেখতে পাই মানুষের মতো ভাসছে। জাল টানা বন্ধ করে কাছে গিয়ে দেখি একটি শিশুর মরদেহ। মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসি। পরে পাথরঘাটা কোস্টগার্ড ক্যাম্প খবর দিলে তারা এসে মরদেহ ক্যাম্পে নিয়ে যায়। 

পাথরঘাটা থানার ওসি আবুল বাসার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিভি/এসআই/এইচএস

মন্তব্য করুন: