• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মশা তাড়াতে খামারে ধোঁয়া, পুড়ে মরলো ২৭ গরু

প্রকাশিত: ২২:৪২, ১৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
মশা তাড়াতে খামারে ধোঁয়া, পুড়ে মরলো ২৭ গরু

ফাইল ছবি

গরুর খামারে মশা তাড়াতে ধোঁয়া দিয়েছিলেন এক খামারি। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ধোঁয়া থেকে সৃষ্ট আগুনে পুড়ে মারা গেছে ২৭টি গরু। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে।

বুধবার (১৬ মার্চ) রাতে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামে মৃত আলহাজ্ব সমির উদ্দিনের ছেলে আলহাজ্ব সলেমান আলীর গরুর খামারে এ ঘটনা ঘটে।

নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, সলেমান গরুর খামারের মশা তাড়ানোর ধোঁঁয়া দিতে গেলে আগুনের সূত্রপাত হয়। এতে খামারের বৈদ্যুতিক সংযোগ ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

তিনি আরও জানান, এতে করে ২৭টি গরু পুড়ে মারা যায়। এর মধ্যে ৩টি বড় ষাড় গরু, ২২টি শাহীওয়াল বড় বকনা গরু এবং ২টি বাছুর গরু রয়েছে।

ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও খামারটির আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: