• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত: ১৬:৩১, ১৮ মার্চ ২০২২

ফন্ট সাইজ
যমুনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ

যমুনা নদীতে গোসল করতে নেমে চার শিক্ষার্থী নিখোঁজ হয়েছিলো। স্থানীয়দের তৎপরতায় দুজনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন বাকি দুজন। শুক্রবার (১৮ মার্চ) দুপুরে যমুনা নদীর সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো- সকাল সূত্রধর (১৪) ও সঞ্জিত কর্মকার (১৫)। দু'জনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিখোঁজ সকাল সূত্রধর সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার কালু সূত্রধরের ছেলে এবং সঞ্জিত কর্মকার একই এলাকার উজ্জ্বল কর্মকারের ছেলে। নিখোঁজ দুজন শহরের জাহান আরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, দোল উৎসবে শেষে চার শিক্ষার্থী যমুনা নদীতে গোসল করতে যায়। তারা জেলখানা ঘাট থেকে নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়ে গোসলের জন্য নদীতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে তারা ডুবে যায়। স্থানীয় নৌকার মাঝিদের সহায়তায় দুজনকে উদ্ধার করা গেলেও দুজন নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধার করার জন্য রাজশাহী থেকে ডুবুরি দল ডাকা হয়েছে। তারা এসে উদ্ধার অভিযানে নামবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2