• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আন্ধারমানিকে প্রধানমন্ত্রীর অপেক্ষায় নানান রঙের ২২০টি নৌকা

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩০, ১৯ মার্চ ২০২২

ফন্ট সাইজ
আন্ধারমানিকে প্রধানমন্ত্রীর অপেক্ষায় নানান রঙের ২২০টি নৌকা

পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত করা হয়েছে রঙ বেরঙয়ের ২২০টি নৌকা। 

উপজেলার মহিপুর ইউনিয়নের নজীবপুর গ্রামের আন্ধারমানিক নদীর তীরে একটি চারুকলা ইনষ্টিটিউটের প্রায় ১০ জন শিক্ষার্থী এ নৌকাগুলোকে প্রস্তুত করেছেন। প্রায় এক সপ্তাহ প্রচেষ্টার পর এ নৌকাগুলোর সাজসজ্জার কাজ শেষ হয়েছে।  

জানা গেছে, ২১ মার্চ দেশের সর্ববৃহৎ পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করতে পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নৌকাগুলো ওই বিদ্যুৎ কেন্দ্রের জেটি সংলগ্ন রাবনাবাদ নদী মোহনায় সারিবদ্ধ করে রাখা হবে।  

প্রতিটি নৌকায় রঙ বেরঙয়ের পোশাকে ৫ জন করে  ১১শ’ জন জেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। এই নৌকার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে উপকূলের জীবনযাত্রা ফুটিয়ে তোলার উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা।

বিভি/জেআই/ কেএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2