• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

অর্ধশতাধিক যাত্রী নিয়ে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবি (ভিডিও)

প্রকাশিত: ১৫:৩৩, ২০ মার্চ ২০২২

আপডেট: ১৭:০৯, ২০ মার্চ ২০২২

ফন্ট সাইজ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির খবর পাওয়া গেছে। রোববার (২০ মার্চ) দুপুরে কয়লাঘাটে মালবাহী জাহাজের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। লঞ্চটির নাম ‘এম এল আফসার উদ্দিন’।

স্থানীয়রা বলছেন, ওই লঞ্চে অর্ধশতাধিক যাত্রী রয়েছে। কিন্তু বিআরটিএ বলছে, ২০-২৫ যাত্রী আছে লঞ্চটিতে।

খবর পেয়ে উদ্ধার অভিযানে একযোগে কাজ করছে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা বেগম জানিয়েছেন, ২ টা ৪০ মিনিটে আমরা লঞ্চ ডুবির খবর পেয়েছি। উদ্ধার কাজে আমাদের দুটি ডুবুরি দল কাজ করছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে লঞ্চটির বেশিরভাগ যাত্রীই শিক্ষার্থী বলে জানা গেছে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2