• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শীতলক্ষ্যায় লঞ্চডুবি, ১ মরদেহ ও ১৫ জনকে জীবিত উদ্ধার(ভিডিও)

প্রকাশিত: ১৬:১৯, ২০ মার্চ ২০২২

আপডেট: ১৭:১১, ২০ মার্চ ২০২২

ফন্ট সাইজ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনা ঘটেছে। রোববার (২০ মার্চ) দুপুরে কয়লাঘাটে মালবাহী জাহাজের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। লঞ্চটির নাম ‘এম এল আফসার উদ্দিন’। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ জনের মরদেহ ও ১৫ জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধার কর্মীরা।

স্থানীয়রা বলছেন, ওই লঞ্চে শতাধিক যাত্রী রয়েছে। কিন্তু বিআরটিএ বলছে, ২০-২৫ যাত্রী আছে লঞ্চটিতে। দুর্ঘটনার সময়ই সাঁতার কেটে তীরে ওঠেন ১০-১২ জন।

খবর পেয়ে উদ্ধার অভিযানে একযোগে কাজ করছে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা বেগম জানিয়েছেন, ২ টা ৪০ মিনিটে আমরা লঞ্চ ডুবির খবর পেয়েছি। উদ্ধার কাজে আমাদের দুটি ডুবুরি দল কাজ করছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: